মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

0 ১৭৬
।। ও এফ মূছা ।।
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ সেপ্টেম্বর), লংগদু উপজেলার মাইনীমুখ বাজারস্থ ইউপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সমিতির এডহক কমিটির আহবায়ক মোঃ শামসুল হক সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সমিতির প্রধান উপদেষ্টা আবদুল বারেক সরকার। নবনির্বাচিত সমিতির সহসভাপতি মোঃ জামাল হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু,
গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, লংগদু প্রেসক্লাবে সভাপতি মোঃ এখলাস মিঞা খান। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাইনী মুখ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সাদুর রশিদ। এসময় বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ ব্যাবসায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি নব নির্বাচিত কমিটিরকে শপথ বাক্য পাঠ করান।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।