মহালছড়ি পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু
মহালছড়ি উপজেলার ২নং মুবাছড়ি ইউনিয়নের মনাটেক গ্রামের সিঙ্গিনালা আইডিয়াল স্কুল কেজি ওয়ানে অধ্যয়নরত রানজুনি চাকমা(৬), পিতা-কাজল চাকমা, মাতা-প্রান্তিকা চাকমা এবং ৪র্থ শ্রেণিতে পড়ুয়া বৃষ্টি চাকমা(১০), পিতা- জেকসন চাকমা,মাতা-বিকশিতা চাকমা এই শিক্ষার্থী কাপ্তাই হৃদের বদ্ধকৃত বিলের পানিতে পড়ে আনুমানিক সময় ৩.৩০ ঘটিকায় মৃত্যু ঘটে।