ভাসাইন্যাদম ইউপি বিট পুলিশিং কার্যক্রমে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
।। আলোকিত লংগদু ডেস্ক।।
রাঙামাটির লংগদুতে থানা পুলিশের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভাসাইন্যাদম ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি), উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলী বাজরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, চাইল্যাতলী বাজার বিশিষ্ঠ ব্যাবসায়ী আব্দুর রাজ্জাক ।
লংগদু থানার উপ পরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন। বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের সেবা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছি। আইনশৃঙ্খলা রক্ষায় আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। কেউ বা কাহারা যদি অসহযোগিতা করেন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটান অথবা ঘটানোর চেষ্টা করেন, তিনি বা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসুন আমরা সকলে মিলে একটা সুন্দর সুষ্ঠ ও উৎসব মুখর নিবার্চন উপহার দেই। সকলে ভালো থাকি স্বাস্থ্য বিধি মেনে চলি।
এসময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ জমির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আসমা বেগম, আওয়ামীলীগ নেতা সুভাষ চন্দ্র দাশ, সহ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও গন্যমান্যরা এতে উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।