বিশ্ব শান্তি দিবসে লংগদুতে র‍্যালী ও সাবেশ অনুষ্ঠিত

alokitolangadu@gmail.com

0 ২০৫

আলোকিত লংগদু ডেক্সঃ

“শান্তির জন্য পদক্ষেপ : বৈশ্বিক লক্ষ্য মাত্রা অর্জনে আমাদের উচ্চাকাঙ্খা ” এপ্রতিপাদ্যে বিশ্ব শান্তি দিবস-২০২৩ উপলক্ষে রাঙামাটির লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজে র‌্যালী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, সকাল ১০ টায় লংগদু উপজেলার লোকাল ভলান্টিয়ার মেডিয়েটর্স ফোরাম (এল ভি এম এফ) এর আয়োজনে শান্তি সমাবেশে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক আজগর আলী সভাপতিত্ব করেন।

প্রভাষক অমিত কুমার দাস এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, প্রভাষক হারুনুর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৭ সালের পূর্ববর্তী কয়েক দশক জুড়ে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংঘর্ষ বিরজমান ছিল যা ২ রা ডিসেম্বর ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি হয়। যদিও পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সংঘাত কমাতে সক্ষম হয়েছে। কিন্তু তা অপ্রত্যাশিত বাঁধার জন্য টেকসই শান্তি নিশ্চিত করতে পারছে না।এই অন্তরায় সমূহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বাঁধাগ্রস্থ করছে।

এসময় লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান, লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, কলেজের প্রভাষক মো: মুসা তালুকদার, মো: শফিউল হুদা, মো: আনোয়ার হোসেন, মো: ওসমান গনি, রোকেয়া বেগম, ড.মো: ঈসা কাদেরী, খন্দকার হাসান আলী, এ,কে,এম, আব্দুল হামিদ ভূঞ, তাসলিমা বেগম, মৌসুমী পারভিন, মো: আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ, ফজলুন নাহার প্রদর্শক, মো:বজলুর রহমান,সহ কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেষে কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শান্তি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কলেজের প্রধান সড়ক ঘুরে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।