বিশ্ব ম্যালেরিয়া দিবসে লংগদুতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫৮

বিশ্ব ম্যালেরিয়া দিবসে লংগদুতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

।।আলোকিত লংগদু ডেক্স ।।
” উদ্ভাবনী কাজে লাগাই- ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে লংগদু উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে শুরু হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত দায়িত্ব নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) জনি রায়।
লংগদু স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আফরোজা খানম এর সভাপতিত্বে এবং স্থানীয় সংবাদকর্মী আরমান খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা ব্রাকের ম্যানেজার মনির হোসেন।
এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান।
এসময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।