বিএনপি আওয়ামীলীগৈর পাল্টাপাল্টি কর্মসূচীর ফলে লংগদু ও মাইনীতে ১৪৪ ধারা জারি

২০৪

মো.গোলামুর রহমান,লংগদু

রাঙ্গামাটির লংগদু ইউনিয়ন ও মাইনী ইউনিয়ন পাশাপাশি একইস্থানে বিএনপি-আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের পাল্টাপাল্টি সমাবেশর কর্মসূচীর ঘোষনাকে কেন্দ্র করে সোমবার সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে লংগদু উপজেলা প্রশাসন। সোমবার সকালে লংগদু এবং মাইনী সদরে গিয়ে দেখা যায়, বিএনপি কিংবা ক্ষমতাসীন দল আওয়ামীলীগ কতৃক কোন সমাবেশ হচ্ছেনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি পূর্বে কেন্দ্র ঘোষতি সময় অনুযায়ী ২৯ আগস্ট মাইনী ইউনিয়নে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি ও ভোলা পুলিশ কর্তৃক গুলি করে ছাএনেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশর সময় নির্ধারন করেছিলো।এদিকে একই স্থানে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের পক্ষ থেকেও সমাবেশের খবর পাওয়ায়, বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দলের আহুত কর্মসূচির কারণে সারণ জনজীবন ও উপজেলার স্বাভাবিক আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান (অ.দা) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট লংগদু রবিবার রাতে এক প্রজ্ঞাপনে ১৪৪ধারা জারি করেন। তবে নির্দেশনায় হালকা যান চলাচল এবং সাধারণ মানুষ চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।