বায়তুশ শরফ আদর্শ প্রাক্তন ছাত্র সংসদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
১৮-০৬-২০২২ ইং তারিখ রোজ-শনিবার রাত ৯.০০ ঘটিকায় জুম ক্লাউড মিটিং এ বায়তুশ শরফ আদর্শ প্রাক্তন ছাত্র সংসদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান মেহমান হিসেনে যুক্ত ছিলেন সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা ফোরকান আহমদ মুহতারাম সুপার হুজুর। সভায় সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি জনাব মাওলানা নুরুল ইসলাম। *সভার আলোচ্য বিষয়: ১.আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও বার্ষিক সভার আয়োজন সংক্রান্ত। ২.অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন সংক্রান্ত। ৩. বিবিধ।
##আলোচনা ও সিদ্ধান্ত সমূহ: ১. পবিত্র কোরআন তেলাওয়াত ও শানে রিসালাত তথা না’তে রাসুল স. এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। ২. আসন্ন ঈদুল আযহার ৩য় দিন ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ও বার্ষিক সভার দিনক্ষণ হিসেবে ঠিক করা হয়। ৩. উক্ত প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি নিম্নরূপ : ১. মাওলানা হাফিজ উদ্দিন – আহবায়ক ২. মাওলানা আবু সাঈদ – যুগ্ম আহবায়ক ৩. জনাব নাছির উদ্দীন – সদস্য সচিব ৪. মাওলানা রফিকুল ইসলাম – সদস্য ৫. জনাব আল আমিন – সদস্য ৬. জনাব জানে আলম – সদস্য ৭. এস. এম. ফরহাদ – সদস্য ৮. মঞ্জুরুল ইসলাম রিয়াদ – সদস্য ৩. উপস্থিত সদস্যদের উন্মুক্ত আলোচনায় নিম্নোক্ত বিষয়গুলো উঠে আসে- √প্রোগ্রাম বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা। √ প্রোগ্রাম সূচী সাজানো। √ সূচীতে নতুনত্ব আনয়ন (সিরাত পাঠ, ঈদ আনন্দ শেয়ার, স্মৃতিচারণ, ক্যারিয়ার ভাবনা ইত্যাদি।) √ প্রবাসী ভাইয়েরাসহ যারা অনুষ্ঠানে স্ব শরীরে উপস্থিত হতে পারবে না তাদেরকে ভার্চুয়ালি সংযুক্ত করার ব্যবস্থা করা। ৪. সভাপতি মহোদয় ও প্রধান উপদেষ্টা মহোদয় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বক্তব্যে প্রধান উপদেষ্টা মহোদয় প্রোগ্রাম বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট আর্থিক বাজেট নির্ধারণ করণের পরামর্শ দেন। ৫. অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইউনুছ আলী। মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।