বার্সেলোনাতেই আমার অবস্থান-মেসি
গত বুধবার মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসির সঙ্গে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বৈঠকের পর মেসি এই ঘোষণা দিলেন। ঘোষণাটি একেবারে বিস্ময়কর ছিল না। কারণ দু’দিন ধরে হাওয়ায় ভাসছিল যে বার্সেলোনায় মেসি হয়তো থেকেই যাচ্ছেন। কারণ রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরো না পেলে মেসিকে না ছাড়তে অনড় ছিল বার্সেলোনা। মেসির বাবার সঙ্গে বৈঠকে সেটি স্পষ্ট জানিয়েও দেন বার্তোমেউ।
একে তো রিলিজ ক্লজের ব্যাপারটি আদালতে ওঠার শঙ্কা ছিল, তারওপর মেসিকে পেতে আগ্রহী দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ত জার্মেই চায়নি বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক। বাধ্য হয়েই মেসিকে থেকে যেতে হচ্ছে তার জীবনের ২০টি বছরের অস্তিত্বের সঙ্গে মিশে থাকা বার্সেলোনায়।
বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মানে এখন দ্রুতই মেসিকে ফিরে যেতে হবে বার্সেলোনার প্রাক-মৌসুম অনুশীলনে। যা শুরু হয়েছে গত সোমবার। অথচ তিনি ক্লাব ছেড়ে যাবেন বলে রবিবার ক্লাবের মেডিকেল ও পরের দিন অনুশীলন বর্জন করেন। তখন সবাই ধরে নিয়েছিল মেসিকে মনে হয় ধরে রাখতে পারবে না বার্সেলোনা। কিন্তু বুধবার একেবারেই ইউ-টার্ন নিয়ে ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার জানিয়ে দিলেন আরেকটি মৌসুম অর্থাৎ ২০২১ সালের জুন পর্যন্ত থেকে যাচ্ছেন বার্সেলোনায়। ২০২১ সালের ৩০ জুনের পর মেসি আর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন না। তখন ক্লাব ছাড়তে পারবেন বিনা ফিতে। কিন্তু বার্সেলোনার নামটির সমার্থক হয়ে ওঠা মেসি কি আদৌ বার্সেলোনা ছাড়তে পারবেন?