বান্দরবান নওমুসলিম হত্যার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)
প্রেস বিজ্ঞপ্তিঃ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তুলাছড়ি পাড়ার বাসিন্দা বেরনচন্দ্র ত্রিপুরাকে আজ রাত ৯ টায় দেশদ্রোহী উপজাতীয় সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যা করে।আজকের এই হত্যাকাণ্ডই শুধু নয়,দীর্ঘকাল যাবত পার্বত্য চট্টগ্রামে চলমান চাঁদাবাজি,হত্যা,গুম,ধর্ষণের মত ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শান্তির পাহাড় অশান্ত করে রেখেছে এসব UPDF ও JSS এর দেশদ্রোহী উপজাতীয় জঙ্গি সন্ত্রাসীরা। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরাল আহ্বান জানাচ্ছি।সেই সাথে পাহাড়ে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে পর্যাপ্ত সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের জন্য জোরাল দাবি জানাচ্ছি।অন্যথায় পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে তিন পার্বত্য জেলায় হরতাল অবরোধসহ লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।