বাজারের জায়গা ও খেলার মাঠ সম্প্রসারণের দাবীতে মানববন্ধন

0 ৩১

মো গোলামুর রহমান।।

পাহাড়ের সবচাইতে বড় বাজার রাঙ্গামাটি লংগদু উপজেলার মাইনি মুখ বাজারের জায়গা সম্প্রসারণ ও স্কুলের খেলার মাঠের জায়গা ভরাটের জন্যে মানববন্ধন করেছে উপজেলার মাইনী ইউনিয়নের সাধারণ জনগণ।

বুধবার (বিকাল ৪টায়) মাইনীমুখ বাজারে উক্ত মানববন্ধনে একত্রিত হয় উপজেলার সাধারণ মানুষ ও শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে বাজারের পাশে খাস জায়গাটি ভরাট করে বাজারের জায়গা সম্প্রসারণ ও স্কুলের খেলার মাঠ করার দাবীতে মানববন্ধন করারহয়।

এসময় মানববন্ধনে স্থানীয়রা বলেন, মাইনীমুখ বাজারে জায়গা সংকট যার ফলে পাহাড়ের সব চাইতে বড় যেখানে প্রতি শনিবারে বিশাল হাট বসে। শহর থেকে ব্যবসায়ীরা এসে তাদের বাণিজ্যিক কাজ পরিচালনা করেন। এমন একটি বাজারে জায়গা সংকটের কারণে হাটের দিন ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতারা। এই জায়গা সংকটের কারণে হাটের দিন গরু বাজারের মলমূত্রর কারণে পথচারীদের যেমন দুর্ভোগ পোহাতে হয়,তেমনি চিকিৎসা নিতে আসা রুগীদেরও মেডিকেল নিতে ভোগান্তিতে পড়তে হয়। হাজারো মানুষের সমাগম যেখানে সেখানে গাড়ি রাখারও নাই কোন স্টেশন। হাটের দিন ভ্রাম্যমান বিক্রেতারাও পড়েন বিপাকে।

এছাড়াও পাশে রয়েছেন একটি উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানে নাই শিশু কিশোরদের কোন খেলার মাঠ। যার ফলে শিক্ষার্থীরা খেলা ধুলা থেকে ছিটকে পড়ে আসক্ত হচ্ছে বিভিন্ন নেশা বা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অসামাজিক ওয়েবসাইডে। যাহা ভবিষ্যতে এই দুর্গম এলাকার মানুষের জন্য হুমকি স্বরুপ।

তাই শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের দাবী দ্রুত সময়ের মধ্যে মাইনী বাজারের উত্তর পাশে মাটি ভরাটের মাধ্যমে জায়গা সম্প্রসারণ করে বাজারের ক্রেতা বিক্রেতাদের সুবিধা এবং স্কুল শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ তৈরী করার দাবী জানানো হয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।