বাংলা নববর্ষ ও বিজু  উপলক্ষে আর্থিক সহযোগীতা প্রদান করেছে লংগদু জোন

0 ২১৮

মো. গোলামুর রহমান।।

চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ  উৎসব ও পাহাড়ীদের বিজু উৎসব উপলক্ষে নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন রাঙ্গামাটির লংগদু সেনা জোন তেজস্বী বীর।

বুধবার( ১০ এপ্রিল) দুপুর ১টায় মাইনি জোনের আর্পি গেইটে লংগদু উপজেলার সোনাই, আটারকছড়া,করল্যাছড়ির পাহাড়ী জনপ্রতিনিধির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ  উৎসব ও বিজু  উপলক্ষে আর্থিক তুলেদেন লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া টি এস সি। এসময় উপস্থিত ছিলেন অত্র জোনের উপ- অধিনায়ক মেজর আহমেদ  ফরশাদ কবির।

অনুদান গ্রহণ করেন নাগর চান চাকমা, সোনাই ৬ নং ওয়ার্ড, মাইনীমুখ ইউনিয়ন, বামে আটারকছড়ার এলাকা বাসীর পক্ষে দোসর চাকমা, করল্যাছড়ি এলাকাবাসীর  পক্ষে সুশান্ত চাকমা।

সেনাবাহিনীর এমন মহৎকাজের কৃতজ্ঞতা ও ভুয়সী  প্রশংসা করেন সুবিধাভোগীরা।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।