ফরমার স্টুডেন্ট এসোসিয়েশন অফ গুলশাখালীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মো.গোলামুর রহমান
রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ফরমার স্টুডেন্ট এসোসিয়েশন অফ গুলশাখালী এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় চৌমুহনী জামে মসজিদে স্টাডিং কমিটির সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেনের সঞ্চালনায়, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের স্টাডিং কমিটির সভাপতি ছামাদুল হক।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুলশাখালী ইউপি চেয়ারম্যান ও উক্ত সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম কামাল,উক্ত সংগঠনের স্থায়ী কমিটির সাবেক সভাপতি সৈয়দ ইবনে রহমত,আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পদ পদবির সদস্য বৃন্দ।
এসময় বক্তব্যে অতিথিরা বলেন, সবাই সংঘবদ্ধ ভাবে কাজ করলে দেশ ও জাতীর উপকারে আসবে, সকলে সু-শিক্ষার আলো দিয়ে এই অ য পাড়া গ্রামের ঝড়ে পড়া মানুষের পাশে দাড়াবে। তাহলেই এই সংগঠনের উদ্দেশ্য সফল হবে।
শেষে দোয়া মুনাজতের মাধ্যমে দেশ ও জাতীর জন্য দোয়া করে এবং পবিত্র মাহে রমজানের শেষ দিনে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।