প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন পালন করেছে লংগদু আওয়ামীলীগ

0 ১৫৫

।। লংগদু প্রতিনিধি।।
রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ- সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এর ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর), লংগদু উপজেলা সদরে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মুনাজাত ও জন্মদিনের কেক কাটা হয়।
লংগদু উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মোঃ সাদেক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগন এসময় উপস্থিত ছিলেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, লংগদু সদর থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রেজাউল করিম।
শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৪ তম জন্মদিনে দলীয়ভাবে কেক কেটে সবাইকে খাওয়ান।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।