প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে “লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়”র বৃক্ষরোপণ কর্মসূচি পালন

২৭৪

সাকিব আলম মামুন, লংগদু সদর

বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী তার সাহসিকতা এবং দুরদর্শিতার মাধ্যমে এদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই প্রত্যাশা। এসময় লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল রেজা, তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রকাশ চাকমা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।