পূর্ব রাঙ্গীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের শীতকম্বল, খাদ্য ও আর্থিক সহায়তা

১০৩

পূর্ব রাঙ্গীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের শীতকম্বল, খাদ্য ও আর্থিক সহায়তা

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটি লংগদুতে পূর্ব রাঙ্গীপাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ ও ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তাসহ এককালীন আর্থিক নগদ অর্থপ্রদান করেছে উপজেলা পরিষদ।
বৃহষ্প্রতিবার (২৫ নভেম্বর), সকালে লংগদু উপজেলা পরিষদের চেয়রাম্যান আব্দুল বারেক সরকার পূর্ব রাঙ্গীপাড়া এলাকায় ক্ষতিগ্রস্থদের দেখতে যান এবং তাদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, পরিবার প্রতি তিনটি করে শীত কম্বল ও ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা করে প্রদান করেন। এসময় বগাচতর ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন ও সদস্য বোরহান উদ্দিন, যুবনেতা যশো চাকমা সহ স্থানীয় গণ্যমান্যব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত মঙ্গলবার মধ্যরাতে পূর্ব রাঙ্গীপাড়া এলাকায় আগ্নিকান্ডের ফলে সুভাষ চাকমার মুদি দোকান ও পিপা চাকমার কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে দুই দোকান মালিকের আনুমানিক পনের লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয় বলে ক্ষতিগ্রস্থরা জানায়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।