পাহাড়ে ঝুঁকিপূর্ণদের আশ্রয়কেন্দ্রে আনতে প্রশাসনের ০৪ টিম মাঠে

৮৫
গত, শুক্রবার থেকে টানা বর্ষণের কারণে পার্বত্য অঞ্চলের রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের আশঙ্কা থাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। ইতোমধ্যে শহর এলাকায় ঝুঁকিপূর্ণদের সরে যেতে নিকটস্থ ২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হলেও আশ্রয়কেন্দ্রে কাউকে পাওয়া যায়নি। প্রশাসনের তথ্যমতে, এই অঞ্চলগুলোতে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে প্রায় ০৪ হাজার পরিবারের ১৫ হাজার মানুষ। রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টা য় রাঙামাটিতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ইতোমধ্যে আমরা জেলা শহর ও বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে আনতে প্রশাশনের চারটি টিম কাজ শুরু করবে। প্রয়োজনে জোর করে তাদেরকে আশ্রয়কেন্দ্রে আনা হবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।