পার্বত্য চট্টগ্রাম মহিলাপরিষদ এর অগ্রযাত্র ও কেন্দ্রীয় কমিটি ঘোষণা
আজ (৫ ই ডিসেম্বর)পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের অঙ্গ সংগঠন “পার্বত্য চট্টগ্রাম মহিলাপরিষদ”
গঠণ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবির এই কমিটি (২০২০-২০২২) ঘোষণা করেন। আগামী দুই বছরের জন্য অনুমোদন ক্রমে উক্ত কমিটি তাদের দায়িত্ব পালন করবে। সভাপতি সালমা আহমেদ মৌ, সেক্রেটারি শিরিনা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি শেখ আহমেদ রাজু, সহ সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলম খান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতা সাকিব আসাদ সহ অনেকে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলকাছ আল মামুন ভূইয়া বলেন, পার্বত্য জনপদ ও মাটি মানুষের সকল কিছু রক্ষায় পার্বত্য চট্টগ্রাম মহিলাপরিষদকে সবর্দা একনিষ্টতায় দায়িত্ব পালন করতে হবে। ঘরে ঘরে মা বোনদের পাহাড়ের বিভিন্ন সমেস্যার সমাধানে তারা কাজ করে যাবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সভাপতি সালমা আহমেদ মৌ এবং সঞ্চালনায় ছিলেন মোরএশদা খানম।