পানছড়িতে ইউপিডিএফ (মূল) দলের তিন কালেক্টর আটক।
আলোকিত লংগদু ডেক্সঃ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আওতাধীন পুজগং এ নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে বুধবার (১ জুলাই) সকালে ইউপিডিএফ (মূল) দলের তিন জন চাঁদা কালেক্টর কে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- প্রদীপময় চাকমা (৪৫), সুশীল চাকমা (৩৮) এবং গরীবময় চাকমা (৩৫)। আটক করার সময় তাদের কাছে থেকে চাঁদা কালেকশন বই, নোট বই এবং ব্যাগের মত গুরুত্বপূর্ণ আলামত পায় নিরাপত্তা বাহিনী। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই ইউপিডিএফ (মূল) এর এই চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। অবৈধ চাঁদা সংগ্রহের জন্য তারা অপহরণ, গুম ও হত্যার মত অপরাধ করতে দ্বিধা বোধ করে না। তাই এই চিহ্নিত চাঁদাবাজদের আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। সর্বশেষ জানা যায় যে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।