ধর্মীয় শিক্ষা মানুষকে উদার হতে শিখায়ঃ দীপংকর তালুকদার এমপি

২৪৯

:সাকিব আলম মামুন, লংগদু:

২৯৯ নং আসনের রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেন, সব ধর্ম মানুষকে উদার হতে শিখায়, তাই সাধারণ শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। যাতে তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাঙামাটির জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নাধীন লংগদু উপজেলার

ভাসান্যাদম ইউনিয়নে চাইল্যাতলী নুরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও হেফজ খানা এবং বগাচতর ইউনিয়নে ফোরের মূখ সাধুর টিলা ইসলামিয়া তাজবিদুল কুরআন নুরানী মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে একথা বলেন। সভায় লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম ও আসমা বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির আলী, ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দীপংকর তালুকদার এমপি আরো বলেন, জামাত বিএনপি বলেছিলো শান্তি চুক্তির পরে এখানে বাঙালিদের থাকতে দেওয়া হবে না; তাদের ভোটাধিকার থাকবে না, চাকরি পাবে না, পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত ভারতের আওতায় চলে যাবে। তারা এসব কথা বলে সাধারণ মানুষকে উস্কে দিয়ে অশান্তি সৃষ্টির পায়তারা করতো। অথচ পার্বত্য অঞ্চলের বাঙালিরা এখন স্থায়ীভাবে বসবাস করছে এবং সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছে। পাশাপাশি পাহাড়ের সব এলাকায় সমান ভাবে উন্নয়ন হচ্ছে। তাই সত্যটা এখন সাধারণ মানুষ জেনে গেছে। সভায় তিনি আরো বলেন, আমাদের সকলের মিলেমিশে থাকতে হবে। অসাম্প্রদায়িক চেতনাবোধ নিয়ে পাহাড়ি-বাঙালি, জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ না রেখে এই পার্বত্য অঞ্চলে বসবাস করতে হবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।