দুলুছড়ি জেতবন বিহারে ২১ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব

১৯৭

।। ও, এফ মুছা।।
রাঙামাটির লংগদু উপজেলার দুলুছড়ি জেতবন বিহারে ২১ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ অক্টোবর), উপজেলার দুলুছড়ি জেতবন বিহারে চীবর দানোৎসব উপলক্ষে দুই দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমুর্তি দান, কঠিন চীবর দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ উৎসর্গ ও ফানুস বাতি উৎসর্গসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়।
এসময় বিহারে আগত হাজারো বৌদ্ধধর্মবালম্বীরা সাধু সাধু ধবনিতে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন।
বিহারের অধ্যক্ষ শ্রীমৎ মুক্তযৌতি স্থবীর ভান্তকে বৌদ্ধদের শ্রেষ্ঠ দান কঠিন চীবর উৎসর্গ করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি হেমন্তময় চাকমা।
বনভান্তের অমৃতময় বাণীর উদ্বৃতি দিয়ে পুণ্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা দেন শ্রীমৎ পারং ভান্তে, শীল রক্ষীত স্থবীর ভান্তে। প্রথম অধিবেশনে ধর্মীয় দেশনা দেন বিহার অধ্যক্ষ মুক্তযৌতি স্থবির ভান্ত, শ্রীমৎ চাংচাংঙে ভান্তে সহ অন্যান্য ভিক্ষু সংঘরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চীবর দান উদযাপন কমিটির সভাপতি সুচিত্র কুমার কার্বারী, সহ অন্যান্য অতিথিরা।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন, বাবু রুবেল চাকমা ও নভেল চাকমা।
সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলনের মধ্যে দিয়ে কঠিন চীবর দানানুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।