দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা নিয়ে সেনাবাহিনী

0 ২৩০

দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা নিয়ে সেনাবাহিনী

মহামারি করোনাভাইরাস সারাদেশের ন্যায় পাহাড়েও ছড়িয়ে পড়েছে। করোনার প্রভাবে সবচেয়ে বেশি দুঃসময় পার করছে দুর্গম জনপদের কর্মহীন মানুষগুলো। এ পরিস্থিতিতে ঈদ পরবর্তী সময়ে পাহাড়ের কর্মহীন, দরিদ্র ও প্রান্তিক মানুষদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের সেনা সদস্যরা।

army01.jpg

শুক্রবার (২৯ মে) খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধীন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা দুর্গম পাহাড়ি পথ ও ছড়া মাড়িয়ে দুর্গম দুইটিলা ও মাসালং এলাকায় বসবাসরত সাধারণ মানুষের কাছে চাল, আটা, আলু, ডাল, পেঁয়াজ ও লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

army01.jpg

চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র নির্দেশনায় সেনা সদস্যদের নিজস্ব রেশন থেকে দুর্গম জনপদের কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয় বলে জানিয়েছেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. হুমায়ুন কবির।

army01.jpg

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।