তিনটিলা বনবিহারের অনুষ্ঠানে জোন অধিনায়ক

0 ২৯

মো.গোলামুর রহমান।।

পহেলা বৈশাখের প্রথম দিন তিন টিলা বন বিহারের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ও কেয়াং এর ভান্তেদের সাথে কৌশল বিনিময় করেন জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল পিএসসি ও লে. কর্নেল মোর্শেদ এসপিপি পিএসসি।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় রাঙ্গামাটির লংগদু উপজেলার তিনটিলা বনবিহারে উপাসক উপাসিকা এবং পুণ্যার্থীদের আয়োজনে সকল প্রাণীর মঙ্গল কামনায় মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সকল পূণ্যার্থীদের উদ্দেশ্য জোন অধিনায়ক বলেন, ধর্মীয় অনুশাসনে রয়েছে শান্তি সম্প্রীতি। তাই ধর্মীয় গুরুদের দেওয়া জ্ঞানে জীবন পরিচালনা তরা উচিত।

এসময় লংগদু জোনের উপ অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, বৌদ্ধধর্মীয় ধর্মীয় গুরু (ভান্তে), বনবিহারের সভাপতি, সাধারন সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।