জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

0 ২৭৮

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিজিএফআই এর কর্ণেল জিএস ইমরান ইবনে রউফ (পিএসসি), পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি এনএসআই এর সহকারি পরিচালক মোঃ সালাউল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্বস শিল্পী রাণী রায় সহ বিভিন্ন সরকারী বেসরকারী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।