জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য থেকে বাদ পড়ল ভারত

১৯০

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ থেকে বাদ পড়েছে ভারতসহ পাঁচ দেশ।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৯ জুন) সাধারণ পরিষদে জাতিসংঘের সদস্য দেশগুলোর ভোটে নতুন করে ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড এই পাঁচটি দেশ নির্বাচিত হয়। 


২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এ দেশগুলো। ভারত ছাড়াও বাদ পড়েছে আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়ে।
জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। তবে এক্ষেত্রে দেশগুলোর সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন।
 
এর আগে ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-৯২ এবং সাম্প্রতিক অতীতে ২০১১-১২ ও ২০২১-২২ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ জানিয়েছিল, ২০২১-২২ সালের জন্য ভারত সদস্য দেশগুলোর বিপুল সমর্থন পেয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হলো।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।