খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে সুংসুং পাড়াতে আন্তঃ পাড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেনাবাহিনী।

0

বান্দরবান প্রতিনিধিঃ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে সুংসুং পাড়াতে আন্তঃ পাড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেনাবাহিনী।

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে বান্দরবানের রুমা জোনের সুংসুং পাড়াতে আন্তঃ পাড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেনাবাহিনী।

অদ্য ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে খৃস্টান ধর্মালম্বীদের বড়দিন ২০২৪ উদযাপন উপলক্ষে আন্তঃ পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর ৯৭ পদাতিক ব্রিগেডের তত্বাবধানে, ১ বীর (দি গ্যালান্ট ওয়ান) কর্তৃক গত ১২ ডিসেম্বর ২০২৪ হতে ২১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হয় যাতে সর্বমোট ৮ টি দল অংশগ্রহণ করে।

তুমুল প্রতিদ্বন্দিতা পূর্ণ ফাইনাল ম্যাচে ২-২ গোলে ড্র হলে পরবর্তীতে খেলা টাইবেকারে গড়ায় এবং টাইবেকারে সুংসুং পাড়া ৫-৪ গোলে লোনথাউচি পাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সমাপনী দিনে ভারপ্রাপ্ত অধিনায়ক, ১ বীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি এবং নগদ অর্থ প্রদান করেন।

এছাড়াও উভয় দলের সকল খেলোয়াড় এবং টুর্নামেন্টের সাথে সম্পর্কিত সকল অফিসিয়ালদের পুরস্কৃত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে রুমা জোনের সেনা কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান বড় দিনের গুরুত্বের পাশাপাশি এ ধরনের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক হবে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।