কাপ্তাইয়ে জাতীয় শোক দিবস পালন
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীীীতে জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপনের মধ্যে দিয়ে শ্রদ্ধাবরে পালন করেছে। এ কর্মসূচি উদযাপনে কাপ্তাই উপজেলা প্রশাসন-পরিষদ ২১ সদস্য বিশিষ্ট কমিটি মাধ্যমে গৃহীত কর্মসুচি বাস্তবায়ন করছেন।
১৫ আগস্ট শনিবার সুর্যোদয়ের সাথে সাথে কাপ্তাইয়ে সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিস্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা নিশ্চিত করা হয়েছে, এর পরে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৯ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংশ্লিষ্ট বিভাগ কর্মকর্তা নেত্রী স্হানীয় দলীয় নেতা-কর্মীরা।
বেলা সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে জাতীয় শোক দিবস ২০২০ পালন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার এসিল্যান্ড, এডিশনাল এসপি জুনায়েত কাওছার, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ভাইস চেয়ারম্যান নাসিম উদ্দীন, উমেচিং মারমা, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, এনামুল হক, চিরঞ্জীব সহ ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীস্হানীয় ব্যাক্তি বর্গ।