এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানালেন-শিক্ষামন্ত্রী দীপুমনি

0 ১৯১
করোনাভাইরাসের বর্তমান পরিস্তিতি থেকে পরিবেশ অনুকূলে আসলে ১৫ দিনের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১৫ দিন আগে নোটিশ দেয়া হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, পৃথিবীর অনেক দেশে সংক্রমণ কমে গিয়েছিল বলে; শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছিল। তারাও কিন্তু পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছেন। আমরা আমাদের বিপুল পরিমাণ শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। সামনে এইচএসসি পরীক্ষা। এত বড় পাবলিক পরীক্ষা সেখানে শিক্ষার্থীর সংখ্যাই ১৪ লাখ। অনূকুল হওয়া মাত্রই পরীক্ষা নেয়া হবে। সেক্ষেত্রে তাদের ১৫ দিন সময় দেয়া হবে। কিন্তু পরীক্ষা নেবার মতো একটা পরিস্থিতি হতে হবে?

সময় নিউজ

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।