উপজেলার ভাসান্যাদমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

২৪৬

 

মোঃ গোলামুর রহমান

 

রাঙ্গামাটির লংগদু উপজেলাতে পানিতে ডুবে দু বছরের এক শিশুর মৃত্যু বরণ করেছে। ইন্নালিল্লাহি ওইন্নাইলাহির রাজিউন।

 

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে ভাসান্যদম ইউপির ১০ নং রাঙ্গাপানি ছড়া এলাকার মোঃ বাচা মিয়ার মেয়ে সকলের অজান্তে পানিতে পরে মৃত্যু বরণ করেন।

 

পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মেয়েটি খেলা ধুলা করছিলো, হঠাৎ সকলের অজান্তে সে পানিতে চলে যায়।পরে লোকজন দেখে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপর দিকে মেয়েকে হারিয়ে বাবা মা শোকে মর্মাহত।

 

সচেতন ব্যাক্তিরা বলছেন, বর্তমানে কাপ্তাই লেকে পানি বাড়ছে, তাই সকলের উচিত ছোট ছোট শিশুদের নিজ দায়িত্বে রাখা।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।