ঈদ উপহার বিতরণ করলেন মোহাম্মদ আলী

৩২৬

মো.গোলামুর রহমান

রাঙ্গামাটির লংগদুতে গরীব দুঃখী শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মাইনী বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী।
শনিবার ( ১৪ এপ্রিল) সকাল ১০ টায় গাঁথাছড়া মোহাম্মদীয়া পাড়া নিজ বাড়িতে স্থানীয় শতাধিক গরীব দুঃখী অসহায় নারী পুরুষের মাঝে উক্ত ঈদ উপহার বিতরণ করেন।
মোহাম্মদ আলী জানান, প্রতিবছর স্থানীয় লোকজনের মধ্যে নিজের তৌফিক অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবছরও শতাধিক পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি, ত্রী-পিছ, বোরকা বিতরণ করি।  তিনি বলেন,  এখানে অনেক মানুষ আছে যারা ঈদের দিন অনেক কষ্ট বুকে নিয়ে দিন কাটায়,তাদের এই দুঃখের সময় একটু পাশে থাকার চেষ্টা করেছি মাত্র।আমার এই কার্যক্রম প্রতিবছরই চলমান থাকবে।
ঈদ উপহার পেয়ে,  কুলছুমা বেগম বলেন, ঈদ প্রায় চলেই আসছে, কিন্তু এখনো কোন কাপড় কিনতে পারিনি, আজ তিনি আমাকে একটি শাড়ি দিয়েছে,  মনে একটু শান্তি আসছে,ভালো একটি কাপড় পড়ে ঈদ আনন্দ করতে পারবো।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।