ইসলামী ব্যাংক লিঃ মাইনীমুখ এজেন্ট আউটলেট এর ‌’বিনিয়োগ কার্যক্রম’ শুভ উদ্বোধন

৯৯

:আলোকিত লংগদু ডেস্ক :

ইসলামী ব্যাংক বাংলদেশ লিঃ রাঙামাটি শাখার অধীনে পরিচালিত লংগদু উপজেলার মাইনীমুখ এজেন্ট আউটলেট এর উদ্যোগে বিনিয়োগ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১লা সেপ্টেম্বর), লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ইসলামী ব্যাংকের আউটলেটে বিনিয়োগ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ রাঙামাটি জেলা শাখার শাখার প্রধান ও ভিপি মোঃ সানা উল্লাহ।
ইসলামী ব্যাংক রাঙামাটি শাখার কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের মাইনীমুখ আউটলেটে এর ইনচার্জ মোঃ রাসেল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার। বক্তব্যে তিনি বলেন, ইসলামী ব্যাংক ঋণ প্রদানের পরিবর্তে বিনিয়োগ কার্যক্রম চালু করেছে। ব্যাংক কর্তৃপক্ষ সুষ্ঠ তদারকীর মাধ্যমে বিনিয়োগকৃত পন্যের সঠিক ব্যবহার নিশ্চিত করে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক দালালমুক্ত। এই ব্যাংক জনগণের ব্যাংক। ব্যাংকিং সেবা সবার কাছে পৌঁছে দিচ্ছে। তাই, এই ব্যাংক এক নম্বর ব্যাংকে উন্নীত হয়েছে। এরপর প্রধান অতিথি বিনিয়োগ কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষনা করেন।

অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু প্রেস ক্লবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, ইসলামী ব্যাংক রাঙামাটি শাখার সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ ইউনুফ। উদ্বোধনের শুরুতে কোরআন তেলোয়াত করেন এস,আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের হেডমাওলানা ইদ্রিছ হোসাইন।
শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মদ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।