ইমামদের সম্মানে ব্যতিক্রম কাজ করেছেন জেলা পরিষদ সদস্য মিনহাজ

মো.গোলামুর রহমান।।
ইমাম মুয়াজ্জিন এবং মসজিদের খাদেমদের ঈদ সালামি দিয়ে অতীতের চেয়ে ব্যতিক্রম ভাবে তাদের পাশে দাড়িয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ।
শনিবার (২৯ মার্চ) সকাল দশটায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে,মাওলানা জুবাইদুল হাছান এর সঞ্চালনায়,ইমাম সমিতির সভাপতি মাওলানা সোহেল আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, উপজেলার ১৮৫ টি মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের হাতে ঈদ সালামি নগদ অর্থ তুলেদেন জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাছির উদ্দীন, মাওলানা আমিনুর রশিদ,ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মতিন, মাওলানা সদুর রশিদ, মাওলানা আশরাফ আলী,
এসময় তিনি বলেন, সমাজে ইমামরা নিজেদের দুঃখ কষ্ট কাউকে বলতে পারেনা। যার ফলে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে সম্মানিত ইমাম মুয়াজ্জিনদের পাশে দাড়িয়েছি। তিনি বলেন, সমাজের যারা দায়িত্বশীল থাকে তাদের উচিত সর্বদা ইমামদের পাশে থাকা। ইমামরা সমাজের সর্ব্বোচ্চ সম্মানের জায়গা, ইমামদের সমাজের নেতা বলা হয়।