আমতলী ইউ পি’র সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরী আটক

0 ২৪৮

আমতলী ইউ পি’র সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরী আটক

। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল আটকের বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (২৯ নভেম্বর) বিকালে পুলিশ লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল চৌধুরীকে আটক করে প্রথমে লংগদু থানায় নিয়ে যায়। প্রাথমিক জিঙ্গাবাদের শেষে তাকে রাঙামাটি কোতোয়ালী থানা প্রেরণ করা হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানায়, সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল চৌধুরীকে রাঙামাটি কোতোয়ালী সদর থানায় সুনির্দিষ্ট মামলার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।