আবারো লংগদুতে করোনা পজিটিভ এক
মোঃ গোলামুর রহমান
মহামারি কোভিট১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবারো আক্রমণ করেছে লংগদুতে। বেশ কিছুদিন করোনা মুক্ত থাকার পর আবারো করোনা সংক্রমণ দেখা দিয়েছে লংগদু উপজেলায়।
সোমবার (৭জুন) লংগদু উপজেলায় চাকরীরত একটি বাড়ি একটি খামারের একজন কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়।
লংগদু হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাকতার অরবিন্দ চাকমা জানান, আজ জেলা থেকে আসা রিপোর্টে আমাদের লংগদু উপজেলাতে একজনের করোনা পজিটিভ এসেছে। তাকে তার বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি স্বাভাবিক এবং সুস্থ রয়েছে বলে জানান তিনি। প্রাথমিক ভাবে তাকে তার সেবা প্রদান করা হচ্ছে।
অপর দিকে মহামারি করোনার প্রাদুর্ভাব কমাতে লংগদু থানা পুলিশ ও উপজেলা প্রশাসন সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সচেতন ব্যক্তিদের মতে পুনরায় সংক্রমণ বৃদ্ধির পূর্বে সকলকে জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং মাক্স পড়া বাধ্যতা মূলক করতে হবে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।