আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাইনীমুখ ন্যাশনাল হাসপিটাল উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প
।। আলোকিত লংগদু ডেক্স ।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাইনীমুখ ন্যাশনাল হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে লংগদু উপজেলার করল্যাছড়িতে ফ্রী মেডিক্যাল ক্যাম্পিং আয়োজন করা হয়েছে।
বুধবার(২১ফ্রেয়ারী) উপজেলার আটারকছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্রী মেডিক্যাল ক্যাম্পিং আয়োজন করা হয়।
এতে মাইনীমুখ ন্যাশনাল হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রকল্পের চেয়ারম্যান ও গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রী মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন করল্যাছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ ফেরদৌস হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় চাকমা মিত্র, মাইনীমুখ ন্যাশনাল হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সৈয়দ মোঃ ইউনুছ, অর্থ সম্পাদক মোঃ রাসেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এলাকার আগত রোগীদের চিকিৎসা দেন মাইনীমুখ ন্যাশনাল হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান।
সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াণীড় লংগদু।