আটারকছড়াতে মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলায় করোনা কালীন দূর্ভোগ সময়ে আটারকছড়া ইউনিয়নে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(৬জুলাই), লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নে দরিদ্র, দুস্থ, অস্বচ্ছল ও কর্মহীন ২২৫ পরিবারদের মাঝে ১হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মাহাবুব ইলাহী, ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে এ নগদ অর্থ বিতরণ করেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।