অসুস্থ শান্তিবালা চাকমাকে চিকিৎসা খরচ দিয়েছে লংগদু জোন
।। মো. গোলামুর রহমান।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু সেনা জোন তেজ্বসী বীরের মানবিক সহায়তায় শান্তিবালা চাকমাকে চিকিৎসা খরচ প্রদান করা হয়েছে।
সোমবার( ২০ নভেম্বর) বেলা ১২টায় লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পিএসসির নির্দেশনায় শান্তি বালা চাকমাকে তার সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
লংগদু জোনের জোন অধিনায়ক এর পক্ষে ক্যাপ্টেন হাসিব আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি গ্রামের শান্তিবালা চাকমা(৫৩) কে নগদ ৪০০০/- টাকা তুলে দেন। এসময় তার স্বামী চন্দ্র চাকমা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে তার স্ত্রীর সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য জোন অধিনায়ক এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শান্তিবালার পরিবার।