৩৭ বিজিবি’র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

alokitolangadu@gmail.com

0 ১৫৩

।। মো.গোলামুর রহমান।।

রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি রাজনগর জোনের উদ্যোগে ৩৭ বিজিবি’র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

রবিবার( ০৭ জুলাই) রাজনগর ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে স্থানীয় প্রান্তিক অসহায় সাধারণ মানুষের উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সকল অফিসারবৃন্দ উপস্থিত থেকে, রাজনগর জোনের মেডিক্যাল অফিসার মেজর সাদমান রহমান, এএমসি কর্তৃক বিভিন্ন বয়সী পুরুষ, মহিলা ও শিশুসহ সর্বমোট ২০০ জন স্থানীয় গরীব অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।

এই সময় রাজনগর বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকার গরীব ও দুঃস্থ জনসাধারণ আগ্রহের সাথে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ সামগ্রী সংগ্রহ করেন।

বিজিবি কর্তৃক দুর্গম এলাকায় চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণের বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় সূধী সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।