সোনাই বাজার এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

১৫৯

১৬ আগস্ট সোনাই বাজার এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

‘আপনার পুলিশ, আপনার পাশে’
তথ্য দিন, সেবা নিন’
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’
এই স্লোগান সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু থানার ৬নং মাইনীমুখ বিটের সোনাই বাজার এলাকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনিচার্জ জনাব মোহাম্মদ আরিফুল আমিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: সানজিদ আহমেদ এবং বিট অফিসার এসআই(নি:) মোহাম্মদ শাহাবুর আলম।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।