সেনাবাহিনীর লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক মাইনি বাজারের আগুন নির্বপন।

মো.গোলামুর রহমান।।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর আনুমানিক ২.৪৫ মিনিট লংগদু উপজেলার আওতাধীন মাইনি বাজারে লঞ্চ ঘাট সংলগ্ন হোটেল তানিশা-তে (চা দোকান) রান্না ঘরের চুলা হতে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে এবং দ্রুত পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে বিশাল আকার ধারণ করে ।
খবর পাওয়ার সাথে সাথে জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ,এস পি পি,পি এস সি এর সার্বিক নির্দেশনায় লংগদু জোনের ভারপ্রাপ্ত টু আইসি মেজর রিফাত উদ্দিন লিয়ন সহ উপস্থিত সকল অফিসার, এফএস জেসিও সহ ৫০ জনের একটি উদ্ধার দল তৎক্ষনাত মাইনি বাজারে পৌঁছে উদ্ধার কাজে অংশ গ্রহন করে।
পরবর্তীতে লংগদু ফায়ার সার্ভিসের একটি ইউনিট,জোনের উদ্ধার দল, আনসার ব্যাটালিয়নের একটি উদ্ধার দল এবং স্হানীয ভলান্টিয়ারদের প্রচেষ্টায় আনুমানিক বিকাল ৪ টার সময় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়।
আগুন লাগার ফলে চায়ের দোকান, হোস্টেল, মুদি দোকান, দুই তলা গোডাউন,ভাংগারীর দোকান এবং একটি বসত ঘর সহ ১২-১৫ টি দোকান সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায়। উক্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
এ প্রসঙ্গে জোন কমান্ডার মহোদয় বলেন, এলাকার যেকোনো দুর্যোগ কালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন জনগণের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাবেন।
মাইনি বাজারের স্থানীয় জনগণ আজকের অগ্নি নির্বাপনে সেনাবাহিনীর ভুমিকা, এমন মহৎ কার্যক্রমের ভূয়োষি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলছেন আগুন লাগার সাথে সাথে সেনাবাহিনী ঘটনা স্থলে এসে যে পরিমাণ শ্রম দিয়েছেন যা ভাষায় প্রকাশ করার মত নয়। সেনাবাহিনীর এমন মহান আদর্শের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য বন্ধ আছে