সুলতান আহমেদ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

২২৬

।। আলোকিত লংগদু ডেস্ক।।
রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি রসিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোঃ সুলতান আহমেদ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি এনিয়ে ৩য় বারের মতো জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন।
মোঃ সুলতান আহমেদ ২০১৬, ২০১৮ ও ২০২২সালে জেলা পর্যায়ে, এবং ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। করোনা কালীন সময়ে অনলাইনে এবং মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা সহ শিক্ষা বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে দুর্ঘম এই পাহাড়ি অঞ্চলে। তিনি রাংগামাটি জেলার একজন ICT জেলা অ্যাম্বাসেডর। শিক্ষক বাতায়ন ও মুক্ত পাঠের একজন সক্রিয় সদস্য। অনন্যগুনের এই শিক্ষককে রোববার করল্যাছড়ি রসিদ সরকার উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা বিদায় ও দোয়া অনুষ্ঠানে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা দেয়। শ্রেণি শিক্ষক সুলতান আহমেদ তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।