সড়কের জায়গা নির্ধারণে বাজার কমিটির প্রভাবের অভিযোগ

0 ৮৯

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারের উপর দিয়ে চলমান রাস্তার কাজে প্লট মালিককে দাপট দেখিয়ে হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন বাজারের প্লট মালিক আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন জানায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে করল্যাছড়ি বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাজার থেকে উচ্ছেদ করার পায়তারা করছে। অথছো পুরো বাজারে ৬১ নং বন্দোবস্ত আমার জমিটি রয়েছে বাকি প্রায় সকল জায়গা খাস। বর্তমানে বাজারের উপর দিয়ে সড়ক নির্মাণের কাজ শুরু হলে, আমার পাশ্ববর্তী দোকান গুলোকে না সরিয়ে, আমাকে এক পাশ থেকে সরিয়ে দেওয়া হয়। মামুন জানায় উপজেলা ইঞ্জিনিয়ার বাজার কমিটিকে রাস্তার দু পাশ থেকে জায়গা নিতে বল্লেও তারা আমার পাশ আমার দোকান ভেঙ্গে এক পাশের জায়গা নিয়ে নেয়। এবিষয়ে প্রশাসনের সহায়াতা চান প্লট মালিক মামুন।

অভিযুক্ত বাজার কমিটির সভাপতি শামসুদ্দিন জানায়, করল্যাছড়ি বাজারে একমাত্র একটি প্লট বন্দোবস্ত করা সেটি মামুনদের জায়গা। তাদের ১২ ফিট জায়গা ছেড়ে দিয়ে রাস্তার কাজ চলমান রয়েছে।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ বলেন, উপজেলা ইঞ্জিনিয়াররা রাস্তার জায়গা নির্ধারণ করে গেছে, এখানে আমাদের কোন হাত নাই। সরকারের রাস্তা তৈরীতে যতটুকু জায়গা দরকার সরকার তা নিবে। এতে করে আমাদের কোন অভিযোগ নাই।আর আমরা কেন তাকে সরিয়ে দিবো।

তবে এবিষয়ে উপজেলা প্রকৌশলী শামসুল আলম ঘটনা স্থলে গিয়ে বিস্তারিত জেনে সমাধান করে দেওয়ার আশ্বাস দেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।