শেখ রাসেল এর ৫৯তম জন্ম দিবসে লংগদু সরকারি মডেল কলেজে আলোচনা সভা

১৬৮

।। আলোকিত লংগদু ডেক্স।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষে রাঙামাটির লংগদুতে লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা করা হয়েছে।
এবারের প্রতিপাদ্য হচ্ছে ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে এদিবস উপলক্ষে কলেজের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজগর আলীর সভাপতিত্বে এবং কলেজের বাংলা প্রভাষক খন্দকার হাসান আলীর সঞ্চালনায় এতে অতিথির বক্তব্য দেন লংগদু উপজেলার প্রবীণ সাংবাদিক ও হেডম্যান মোঃ এখলাস মিঞা খান, হিসাব বিজ্ঞান প্রভাষক হারুন রশীদ, রসায়ন প্রভাষক অমিত কুমার দাস প্রমুখ।
এসময় লংগদু প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, প্রভাষক মোঃ মুসা তালুকদার, প্রভাষক শফিউল হুদা, প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক রোকেয়া বেগম, প্রভাষক একেএম হামিদ ভূঞা, প্রভাষক তাসলিমা খাতুন, প্রভাষক নুর মোহাম্মদ, প্রভাষক মৌসুমি পারভীন, প্রভাষক রেজালিন আরেফিন ও মোঃ মহসিন সহ
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলেজের প্রভাষক ড. মোঃ ঈসা কাদেরী।
#

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।