লংগদু সেনা জোন (২১ বীর) কর্তৃক আর্থিক অনুদান ও এান সহায়তা

২১৬

 

লংগদু সেনা জোন (২১ বীর) কর্তৃক আর্থিক অনুদান ও এান সহায়তা

।। আলোকিত লংগদু ডেক্স ।।
লংগদু উপজেলার বড়াদম বাদুরতলা এলাকায় মাটিচাপা পড়ে নিহত এক শ্রমিক ও একজন আহত শ্রমিকের পরিবারের সদস্যদের আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে লংগদু সেনা জোন (২১বীর)।

রোববার (২৮ নভেম্বর) লংগদু জোনের (২১ বীর) সদর দপ্তরে জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান অবৈধভাবে পাহাড় থেকে মাটি কাটার সময় পাহাড় ধসে নিহত শ্রমিক শাহীন এর পরিবার এবং একজন আহত শ্রমিক আবু নাসিরের(২০) পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে দুই পরিবারকে ১০ হাজার হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও দুই পরিবারকে এান সামগ্রী দেওয়া হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।