লংগদু সেনা জোন কর্তৃক মসজিদে মাইক প্রদান

২৭৪

।। আলোকিত লংগদু ডেক্স।।
লংগদু উপজেলার সেনা জোন (২১ বীর) এর উদ্যোগে ১৬ ই আগষ্ট ২০২১ইং
উপজেলার রশিদপুর জামে মসজিদের জন্য একসেট মাইক প্রদান করা হয়েছে। জোনের ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে মসজিদ কমিটির সভাপতি আব্দুল লতিফ মেম্বারের নিকট মাইক সেট হস্তানতর করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।