লংগদু সেনা জোন কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান

২০২

।। আলোকিত লংগদু ডেক্স।।

উপজেলার সেনা জোন (২১ বীর) এর কর্তৃক ১৭ ই আগষ্ট ২০২১ইং উপজেলার ঝর্ণাটিলা এলাকার নুরজাহান(১৫) নামে এক ছাত্রীর মাথার ব্রেইন টিউমার চিকিৎসা সহায়তার জন্য নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। জোনের এ্যাডজুটেন্ট জেড এম রেজানুল ইসলাম চিকিৎসা সহায়তার টাকা ওই ছাত্রীর পরিবারের সদস্যের নিকট হস্তান্তর করেন।
পরিবারটি অসহায় অবস্থায় উপজেলার বিভিন্ন জনের সহায়তার মাধ্যমে মেয়েটির জীবন বাঁচাতে চেষ্টা করে যাচ্ছে। এ অবস্থায় সহায়তায়  হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপজেলার ২১বীর। তাদের সহায়তা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত । অসহায় পরিবারটি সহায়তা পাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।