লংগদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

0 ১৫২

মোঃ আলমগীর হোসেন।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ লংগদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজের শিক্ষার্থীরা।

১সেপ্টেম্বর রোজ রবিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজগর আলী এবং রাবেতা প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলামকে এ আল্টিমেটাম দেয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, আনোয়ার হোসেন, ইমরান হোসেন,মনির হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও অত্র কলেজের শিক্ষার্থীরা।

এতে শিক্ষার্থীরা এসময় বলেন সুলতান আহমেদ কলেজে চাকরি করার সুবাদে তাকে রাবেতা থাকার জন্য ভাড়া দেওয়া হয়। পরবর্তীতে সুলতান আহমেদ জায়গায় বিগত সরকারের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে স্থায়ী বাড়ি-ঘড় করেন এবং ভাড়া দেওয়া বন্ধ করে দেন।

অন্যদিকে শাহাদাৎ হোসেন শিপু এক সময়ের বিএনপি নেতা পরবর্তীতে আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে ক্ষমতার অপব্যবহার করে প্রায় তিন কোটি টাকার জায়গা দখল করে ঘর নির্মান করে। কতৃপক্ষ তার ক্ষমতার কাছে কারো নিকট বিচার চাওয়ারও সাহস পায়নি।

গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর কলেজের শিক্ষার্থীরা জায়গা দখলমুক্ত করতে আসলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে কিছুদিন সময় নেন। ২৫- ২৬দিন হয়ে গেলেও জায়গা দখলমুক্ত না হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজর শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে আন্দোলনের নামার হুমকি দেন।

এসময় কলেজ সহ উপজেলার কয়েকটি জায়গায় জায়গা দখলমুক্তের দাবিতে ব্যানার টানিয়ে দেয় শিক্ষার্থীরা।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।