লংগদু প্রেসক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

২০৩

লংগদু প্রতিনিধি.

রাঙ্গামাটির লংগদু উপজেলা কর্মরত নবীন সাংবাদিকদের দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে লংগদু প্রেসক্লাব।

গত শুক্রবার ও শনিবার(৯,১০ ডিসেম্বর) উপজেলায় কর্মর প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার নবীন সাংবাদিকদের নিয়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালা লংগদু প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে লংগদু উপজেলায় কর্মরত ১৩জন নবীন সাংবাদিক অংশগ্রহণ করেন। এসময় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পি.আই.বি) থেকে কেন্দ্রীয় ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত প্রবীণ সাংবাদিক লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খান,লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুসা, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দরদা আরমান খান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে।

এসময় প্রশিক্ষকগণ বলেন নবীন সাংবাদিকরা উক্ত প্রশিক্ষণ থেকে প্রাথমিক ধারণা নিয়েছে এবং কিভাবে তথ্য সংগ্রহ করবে, সংবাদ সংগ্রহের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সাংবাদিকতায় প্রশিক্ষণের কোন বিকল্প নাই।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।