লংগদু থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪
মো.গোলামুর রহমান
রাঙ্গামাটি লংগদু উপজেলায় লংগদু থানা পুলিশের অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ০৪ জন আসামী গ্রেফতার।
বুধবার (৯ নভেম্বর) লংগদু থানার ভাসান্যদমে ইউপিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
লংগদু থানা পুলিশ সুত্রে জানাযায়, গ্রেফতার কৃত চারজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামী ছিলো। লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীনের নেতৃত্বে, লংগদু থানার এস.আই শাহাবুর আলম,এস.আই এনামুল, এস.আই রিটন সহ সঙ্গীয় ফোর্সের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ বলেন, লংগদু উপজেলা হবে সকল প্রকার অপরাধ মুক্ত উপজেলা। আর সকল প্রকার অপরাধ দমনে আমাদের পুলিশ নিষ্ঠার সাথে কাজ করে যাবে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।