লংগদু থানায় যোগাযোগের সহজ উপায়

২৪৬

আলোকিত লংগদু ডেস্কঃ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু থানার সাধারণ মানুষ দ্রুত গতিতে সেবা নিশ্চিত ও যোগাযোগের জন্য নতুন দুটি ফোন নাম্বার প্রকাশ করেছে লংগদু থানা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক সময় ১১ ঘটিকার সময় লংগদু থানার অফিসিয়াল ফেসবুক পেইজে নতুন দুটি নাম্বার সংযুক্ত করা হয়।

ভেরিফাই আইডিতে বলা হয়, সম্মানিত লংগদু বাসী, অদ্য হইতে লংগদু থানার অফিসার ইনচার্জ এবং ডিউটি অফিসার এর সহিত যোগাযোগ করার জন্য নিম্নে বর্নিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরুধ করা হইল।

অফিসার ইনচার্জ, লংগদু থানা-০১৮৯৬-০৩৬৪২৭,
ডিউটি অফিসার-০১৮৯৬-০৩৬৪৯৬

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে, মানুষ যেনো যেকোন সময় পুলিশের সেবা নিতে পারে, তাই দুটি নাম্বার প্রচার করা হলো।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।