লংগদু থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মো.গোলামুর রহমান,
রাঙ্গামাটির লংগদু উপজেলার ৪নং বগাচতর ইউপিতে লংগদু থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে, রবিবার ১৩ (নভেম্বর) বিকাল ৫.০০ টার সময় বগাচতর ইউপি কার্যলয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাওলানা জুবাইদুল হাছান এর পরিচালনায়, মাওলানা হাবিবুল্লাহ আফছারীর কোরআন তেলোয়াতের মাধ্যমে, বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত লংগদু থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগাচতর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম,উগলছড়ি মহাজনপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তাহের,১নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম,বৈরাগী বাজার ব্যবসায়িক সমিতি সভাপতি নাছির আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,লংগদু থানার এস.আই মশিউর রহমান, বগাচতর ইউপির বিট ইনচার্জ লংগদু থানার এস.আই এনামুল হক,সহকারী বিট ইনচার্জ এস.আই শাহ আলম, সহ বগাচতর ইউপি কার্যলয়ের প্যানেল চেয়ারম্যান মুসা, ইউপি সদস্য তৈয়ব আরী, ইউপি সদস্য আব্দুল খালেক, ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও ইউপি সদস্যারা সহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি,সাধারণ মানুষসহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন বলেন, সমাজে মদ,জুয়া,বাল্যবিবাহ,জঙ্গীবাদ,ইভটিজিং,যৌতুক প্রথা সহ সকল প্রকার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের সহযোগীতা থাকলে এসকল অপরাধ দমন করা সম্ভব। আমরা সকল প্রকার অপরাধ দমনের লক্ষে জায়গা জায়গায় বিট পুলিশিং সভা করে যাচ্ছি। যেকোন অপরাধের বিষয়ে পুলিশকে জানালে পুলিশ অপরাধ দমনে কাজ করবে। এতে সকলের সহযোগীতা প্রয়োজন। সর্বপরি বলা যায়,লংগদু উপজেলা হবে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত উপজেলা।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।